ভূ-মধ্যসাগরে অভিবাসন প্রত্যাশী আরও পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে চলতি বছর ভূ-মধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করা অভিবাসন প্রত্যাশীর মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ২শ’ ছাড়িয়ে গেল।
মঙ্গলবার ইতালির কোস্টগার্ড জানায়, তারা সোমবার পাঁচ দফা পৃথক অভিযান চালিয়ে মোট সাড়ে ৫শ’ জনের প্রাণ রক্ষা করে। লিবিয়া ও ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলের জলসীমায় তারা এসব অভিযান চালায়।
তারা আরও জানায়, লিবিয়া জলসীমায় রাবারের তৈরি বিভিন্ন ডিঙি নৌকা থেকে এসব লোককে উদ্ধার করা হয়। এসব নৌকা অনেক যাত্রী বোঝাই ছিল। এসব অভিযানে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, লিবিয়ার সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে এ বছর রেকর্ড সংখ্যক লোক ভূ-মধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করে।
বিডি প্রতিদিন/ ১৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৯