ফিলিস্তিনীদের সাহায্য করা ধর্মীয় দায়িত্ব বলে মন্তব্য করেছেন সৌদি বাদশাহ সালমান। সোমবার আল-ইয়ামাহ রাজপ্রাসাদে আয়োজিত মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে। মন্ত্রিসভায় বাদশাহ সালমান বলেন, সৌদি আরব বিশ্বাস করে ফিলিস্তিনীদের সাহায্য করা ধর্মীয় ও মানবিক দায়িত্ব।
মন্ত্রিসভায় ফিলিস্তিনীদের ভাগ্য উন্নয়নের বিষয়ে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাম্প্রতিক সময়ে নেয়া উল্লেখযোগ্য পদক্ষেপের বিষয়ে পর্যালোচনা করা হয়। সৌদি আরব জাতিংসংঘকে জানিয়েছে, ফিলিস্তিনী শরণার্থী ও তাদের জন্য কাজ করা জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠানের প্রতি তারা নিজেদের সাহায্য অব্যাহত রাখবে যাতে শরণার্থীরা প্রয়োজনীয় মানবিক সহায়তা লাভে সক্ষম হয়। মন্ত্রিসভায় আবারও ৫০ লাখের বেশি ফিলিস্তিনীকে সহায়তা দেয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৬/ফারজানা