‘কালা চশমা’ নিয়ে একটি গান সম্প্রতি বলিউডে বিপুল জনপ্রিয় হয়। আর সেই গানের ‘কালা চশমা’ শব্দযুগল টেনে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করল কংগ্রেস নেতা। নোট বাতিলকাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন বলছেন, সাধারণ মানুষের হাতের কালি এবার বিজেপি নেতাদের মুখে লাগবে, ঠিক তখনই কংগ্রেস নেতা কপিল সিব্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার ‘কালা চশমা’ বদলের পরামর্শ দিলেন। খবর এবেলার।
ভারতের বাংলা সংবাদপত্রটি বলছে, নোট বাতিল বিতর্কে এখন বিরোধীদের তীব্র আক্রমণের মুখে নরেন্দ্র মোদি। মঙ্গলবার দিল্লিতে কংগ্রেসের বর্ষীয়ান নেতা কপিল সিব্বল কোনোরকম ভণিতার আশ্রয় না-করেই মোদিকে ‘কালা চশমা’ বদলানোর পরামর্শ দেন। তিনি বলেন, ‘কালা চশমা না বদলালে গরীব মানুষের দুঃখদুর্দশা নরেন্দ্র মোদি দেখতে পাবেন না।’
একই সঙ্গে কংগ্রেস নেতার অভিযোগ, ‘জাপানে গিয়ে নোট বাতিলকাণ্ডে প্রধানমন্ত্রী যে ঔদ্ধত্য দেখিয়েছেন, তাতেই পরিষ্কার তার সঙ্গে দেশের গরিব-দুঃখী মানুষদের দূরত্ব কতটা।’
৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পরে গোটা দেশের চর্চায় শুধু মোদি আর মোদি। মমতা ব্যানার্জি নিত্যদিন প্রধানমন্ত্রীর বিরোধিতা করে চলেছেন। কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীও মোদির বিরোধিতায় সরব। কপিল সিব্বলের প্রশ্ন, ‘কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের জন্য সাধারণ মানুষকে কেন ভুগতে হবে'।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৬/মাহবুব