আলোচিত পানামা কেলেঙ্কারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সপরিবারের যোগ রয়েছে- এমন প্রমাণ দিতে দেশটির সুপ্রিমকোর্টে বেশ কিছু নথি জমা দিয়েছেন বিরোধীদল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। খবর জি নিউজের।
ভাতীয় সংবাদ মাধ্যমটি জানায়, নওয়াজ সরকারের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আন্দোলনে নেমেছে ইমরানের দল। সাবেক এই তারকা ক্রিকেটারের মূল দাবি 'দুর্নীতিপরায়ণ' নওয়াজ শরীফকে গদিচ্যুত করা। তার এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছে পাকিস্তানি তালিবানসহ বেশ কিছু উগ্র মোলবাদী সংগঠন।
প্রসঙ্গত, কিছু দিন আগেই পাকিস্তান সুপ্রিমকোর্ট নওয়াজ শরীফ ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৬/মাহবুব