ভারতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ধাক্কায় এবার বেশ কিছুটা কমিয়ে আনা হলো পেট্রোল ও ডিজেলের দাম। মঙ্গলবার রাত থেকে ভারতে ডিজেলের দাম প্রতি লিটারে ১.৪৬ রুপি এবং পেট্রোল প্রতি লিটারে ১.৫৩ রুপি কমেছে। যখন নোট বাতিল নিয়ে সংসদে শীতকালীন অধিবেশনে সরকারকে নিশানা করতে এক জোট হয়েছে বিরোধীরা, ঠিক এর আগ মুহূর্তে জ্বালানি তেলের দাম কমিয়ে দেশবাসীকে কিছুটা স্বস্তি দিল মোদি সরকার।
এদিকে জ্বালানি তেলের দাম কমলেও উত্তাপ বেড়েছে দিল্লির রাজনীতিতে। বুধবার মিছিল করে রাষ্ট্রপতি ভবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কর্মসূচি দিয়েছে তৃণমূল কংগ্রেস। সঙ্গে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মিছিলে আরও কয়েকটি রাজনৈতিক দল যোগ দিতে পারে বলেও জানা গেছে। তবে কারা যোগ দেবে সে বিষয়ে নিশ্চিত জানাতে পারেনি সূত্র।
এরই মধ্যে দিল্লির পথে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি দেখা করতে পারেন সোনিয়া গান্ধির সঙ্গেও। তবে জ্বালানি তেলের দাম কমায় খুশি সাধারণ মানুষ।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৬/হিমেল-০১