কিডনিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বুধবার সকালে ট্যুইট করে নিজেই হাসপাতালে ভর্তির বিষয়টি জানান।
সুষমা স্বরাজ বলেন, ‘কিডনি অকেজো হয়ে যাওয়ায় দিল্লির অল ইন্ডিয়া ইনন্সিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতলে ভর্তি হয়েছি। এই মুহূর্তে আমার ডায়ালিসিস চলছে। কিডনি প্রতিস্থাপনেরও চেষ্টা করা হচ্ছে।'
হাসপাতাল সূত্রে খবর, ‘পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। দীর্ঘদিন ধরে ক্রনিক ডায়াবেটিসে ভোগার কারণে তার কিডনি ক্ষতিগ্রস্থ হয়েছে। আপাতত তার ডায়ালিসিস চলছে।
গত ৭ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এইমস হাসপাতালে কার্ডিও থোরাসিক সেন্টারের প্রধান বলরাম আইরানের তত্ত্বাবধানে পররাষ্ট্রমন্ত্রীর চিকিৎসা চলছে। গত বিশ বছর ধরে তিনি ডায়াবেটিসে ভুগছিলেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৬/মাহবুব