ইকুয়েডরের সাবেক রক্ষণশীল প্রেসিডেন্ট সিক্সটো দুরান ব্যালেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। ১৯৯০ এর দশকে তিনি ইকুয়েডরের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। দেশটির কর্মকর্তারা একথা জানান।
কুইটোর মেয়র মৌরিসিও রোদাস আজ বুধবার স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘মহান দেশপ্রেমিক, কুইটোর সাবেক মেয়র ও সাবেক প্রেসিডেন্ট সিক্সটো দুরান ব্যালেনের এই মৃত্যুতে গোটা দেশ আজ শোকে নিমজ্জিত।’
সিক্সটোর পরিবারের সদস্যরা জানান, মঙ্গলাবার রাতে নিজ বাড়িতে ঘুমের মধ্যেই সাবেক এই প্রেসিডেন্টে মারা যান।
সিক্সটো ১৯২১ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে জন্মগ্রহণ করেন। তার বাবা তখন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। দুরান ব্যালেন একজন স্থপতি ছিলেন। এ বিষয়ে তিনি প্রশিক্ষণ নেন।
সিক্সটো ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত রক্ষণশীল সরকারের নেতৃত্ব দেন। এর আগে তিনি একজন আইনপ্রণেতা ও গণপূর্ত মন্ত্রী ছিলেন।
তার আমলে ইকুয়েডরের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র পেরুর মধ্যে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে যুদ্ধ হয়। ১৯৯৮ সালে ব্রাসিলিয়ায় দেশ দুটির মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
বিডি প্রতিদিন/ ১৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১২