আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ বুধবার সকালে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। দেশটির এক ঊর্ধ্বতন পুলিশ কর্তকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
পুল-এ-মাহমুদ খান এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশের একটি এলাকা। সেখানে আরও কয়েকটি স্পর্শকাতর এলাকা রয়েছে। হতাহতদের সকলেই বেসামরিক লোকজন।
বিডি প্রতিদিন/ ১৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৩