সম্প্রতি মায়ানমারে দেশটির সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হয়। ওই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা সংখ্যালঘু সম্প্রদায়ের বলে মনে করে দেশটির সরকার। বিদেশি ইসলামি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বিচ্ছন্নতাবাদী গোষ্ঠী রহিঙ্গাদের সম্পৃক্ত থাকার কারণে তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ৭০ জন নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
এদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এ রকম হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশে সম্প্রদায়িক সহিংসতা নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করতে চাই। এ সহিংসতা প্রদেশটিকে নতুন করে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে এবং নতুন করে অনেককে ঘরবাড়ি থেকে উৎখাত করছে। প্রত্যেক সম্প্রদায়কে অবশ্যই সহিংসতা পরিত্যাগ করতে হবে। আমি নিরাপত্তা বাহিনীর প্রতিও আইনের শাসন পরিপূর্ণভাবে অনুসরণ করে কাজ করার আহ্বান জানাই।
বিডি প্রতিদিন/এ মজুমদার