মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার বব ডিলান সাহিত্যে নোবেল পুরস্কার জিতলেও এটি গ্রহণের জন্য তিনি সুইডেনের স্টকহোমে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বুধবার জানিয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজক সুইডিশ অ্যাকাডেমি।
বব ডিলান চিঠির মাধ্যমে সুইডিশ অ্যাকাডেমিকে জানিয়েছেন, তিনি আগে থেকেই অন্য একটি অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় ডিসেম্বরে স্টকহোমে গিয়ে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।
সম্প্রতি সুইডিশ অ্যাকাডেমির নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়েছে, বব ডিলান চিঠিতে বলেছেন তিনি খুব সম্মানিত বোধ করছেন। পুরস্কারটি গ্রহণ করার ইচ্ছাও ছিল তার। তবে এখন, আমরা তার নোবেল লেকচারের জন্য অপেক্ষায় থাকবো। ১০ ডিসেম্বরের অনুষ্ঠানের পর থেকে ছয় মাসের মধ্যে এই লেকচার দিতে হবে তাকে। নোবেল পুরস্কার প্রদানে এটাই আমাদের একমাত্র চাহিদা।
জানা যায়, বব ডিলান ও ডোরিস লেসিং ছাড়া নোবেল জয়ের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ না নেওয়ার তালিকায় আছেন ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টার ও অস্ট্রিয়ার আলফ্রেইড জেলিনেক।
বিডি প্রতিদিন/এ মজুমদার