সিরিয়ার আলেপ্পোতে সামরিক বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছে। বুধবার আলেপ্পোর একটি ব্লাড ব্যাংক, হাসপাতাল ও স্কুলের কাছে নির্ধারিত স্থানে বিমান হামলা চালানো হয়। গত তিন সপ্তাহ বন্ধ থাকার পর ১৫ নভেম্বর ফের এই বিমান হামলা চালানো হল।
এই বিমান হামলায় ২৭ জন নিহতের মধ্যে অন্তত ৫ শিশু রয়েছে। তাছাড়া বহু সংখ্যক সাধারণ নাগরিক আহত হয়েছে বলে জানিয়েছে, যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
বিডি প্রতিদিন/এ মজুমদার