ভারতের দিল্লিতে একটি বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা যায়, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে এ ভূমিকম্পে দিল্লি, গুরগাঁও ও গাজিয়াবাদের বিভিন্ন এলাকা কেঁপে উঠে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।