অবৈধভাবে ভারতে প্রায় দুই কোটি বাংলাদেশি বসবাস করছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। বুধবার দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে রিজিজু জানান, আমাদের কাছে তথ্য আছে যে, বৈধ ভ্রমণ নথি ছাড়াই বাংলাদেশ থেকে মানুষ ভারতে অনুপ্রবেশ করছে। যদিও ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রকৃত সংখ্যা জানানো সম্ভব নয়, কারণ অনেকেই কোন রকম আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই ভারতে প্রবেশ করছে।
এই সমস্ত অবৈধ বাংলাদেশিদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে এদিন জানান তিনি।
২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় বিজেপির তৎকালীন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি পরিস্কার করে জানিয়ে দিয়েছিলেন যে, ক্ষমতায় আসলে সমস্ত অবৈধ বাংলাদেশি অভিবাসীদেরই দেশে ফিরে যেতে হবে। ওই বছরে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের একটি নির্বাচনী প্রচারণা থেকে মোদি ঘোষণা দেন, ‘ভোট ব্যাঙ্কের স্বার্থে তাদের জন্য লাল গালিচা পেতে রাখা হয়েছে। আপনারা এটা লিখে রাখতে পারেন। আপনারা তৈরি থাকুন, ১৬ মে’এর পর আপনাদের বাক্স প্যাটরা নিয়ে দেশে চলে যেতে হবে’।
অাসাম ও পশ্চিমবঙ্গই হল বাংলাদেশ সীমান্তবর্তী দুইটি রাজ্য যেখানে সবচেয়ে বেশি বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। উত্তর-পূর্ব ভারতের ছাত্র সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলির কাছে সবচেয়ে বড় ইস্যু হয়ে আসছে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ