জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বৃহস্পতিবার আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। শিনজো অ্যাবের বিশেষ উপদেষ্টা তোমোহিকো তানিগুচির উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে।
পেরুতে আয়োজিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সম্মেলনে যোগ দেয়ার পথে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন অ্যাবে। তোমোহিকো তানিগুচি বলেন, আগামী চার বছর ট্রাম্পের সঙ্গে কাজ করে যেতে হবে অ্যাবেকে। তাই দুজনের মধ্যকার জানাশোনার এটা খুব ভালো একটা সুযোগ।
আমেরিকার মিত্র পক্ষ হিসেবে পরিচিত জাপান ও দক্ষিণ কোরিয়া। তবে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প এই দুই দেশকে আমেরিকার প্রতি অকৃতজ্ঞ হিসেবে ঘোষণা দেন। ট্রাম্পের মতে, এই দুই দেশ আমেরিকার দেয়ার সুযোগের সদ্বব্যবহার করেছে। বিনিময়ে আমেরিকাকে কিছুই দেয়নি তারা।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/ফারজানা