ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালি ও ইস্ট জাভা প্রদেশে বুধবার মধ্যরাতের পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া ও ভূবিদ্যা বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে টেলিফোনে বলেন, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২। এর কেন্দ্রস্থল ছিল মালাং প্রদেশ থেকে ১২৭ কিলোমিটার দক্ষিণপূর্বে ও সমুদ্র তলদেশের ৬৯ কিলোমিটার গভীরে।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো বলেন, বালির কয়েকটি শহর ও ইস্ট জাভায় ভূমিকম্পটি অনুভূত হয়।
ইন্দোনেশিয়ার জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মতে, প্রতি মাসে বালিতে প্রায় ২ লাখ বিদেশি পর্যটক অবকাশ কাটাতে আসেন।
বিডি প্রতিদিন/ ১৭ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১১