৭২ ঘন্টার মধ্যে ১০৮ তুর্কি শিক্ষককে সপরিবারে দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে নওয়াজ শরিফের সরকার। হঠাৎ করে নেয়া এ সিদ্ধান্তে দিশেহারা তুর্কি শিক্ষকদের পরিবার। এই সিদ্ধান্তে তাদের মধ্যে সরকারের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে। সমস্যায় পড়েছে পাকিস্তান এবং তুরস্কের যৌথ উদ্যোগে গড়ে ওঠা ২৮ শিক্ষা প্রতিষ্ঠান। তবে তুরস্ক সরকার পাকিস্তানের নেয়া এ সিদ্ধান্তের প্রশংসা করেছে।
১০৮ জন তুর্কি শিক্ষক নিযুক্ত সপরিবারে পাকিস্তানেই বসবাস করছেন বহু দিন ধরে। জানা গেছে, তারা আমেরিকায় বসবাসরত তুর্কি নেতা ফেতুল্লা গুলেনের অনুসারী। এ বছরের জুলাইতে তুরস্কে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সামরিক ক্যুর পেছনে ফেতুল্লা গুলেনের হাত রয়েছে বলে ধারণা করা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষকরা।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ১০৮ জন শিক্ষক এবং তাদের পরিবার মিলিয়ে মোট ৪৫০ জন তুরস্ক নাগরিকের ভিসার মেয়াদ শেষ। তাদের ভিসার মেয়াদ আর বাড়ানো হবে না। তাই তাদের দেশ ছাড়ার অনুরোধ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/ফারজানা