নির্বোধ বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু উত্তম। ট্রাম্পই নিশ্চয়ই বোঝেন ব্যাপারটা। না হলে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট নিশ্চয়ই টেড ক্রুজকে বিচার বিভাগীয় প্রধান করার ভাবনায় ব্যস্ত হতেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন টেড ক্রুজ। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে রিপাবলিকান মনোনয়ন পাওয়ার দৌড়ে ট্রাম্পের কাছে হেরে যান তিনি।
কিন্তু প্রার্থিতা পাওয়ার রাজনীতির চেয়ে আইনটা টেড ক্রুজ ট্রাম্পের চেয়েও ভালো বুঝেন। ট্রাম্পও বিষয়টি সম্পর্কে অবগত। নির্বাচনী প্রচারণায় সময় নানা কটূক্তি করে টেড ক্রুজকে নাজেহাল করে ছাড়েন ট্রাম্প। টেড ক্রুজও যথাসাধ্য চেষ্টা করেছেন উত্তরটা দিতে। কিন্তু ট্রাম্পের সঙ্গে পেরে ওঠেননি।
নির্বাচনে জয় পাওয়ার পর সেই প্রতিদ্বন্দ্বীকে ভুলে যাননি ট্রাম্প। ফক্স লাতিনো জানিয়েছে, টেড ক্রুজকে অ্যাটর্নি জেনারেল করার কথা ভাবছেন ট্রাম্প। অ্যাটর্নি জেনারেলের সম্ভাব্য তালিকায় বেশ ক'জনের নাম প্রস্তাব করা হয়েছে। কিন্তু ট্রাম্পের প্রথম পছন্দ টেড ক্রুজ। হার্ভাডে আইন বিষয়ে স্নাতক করা টেক্সাসের আইনজীবী টেড ক্রুজ দেশের সর্বোচ্চ আদালতে মামলা লড়ে সফলতা পেয়েছেন।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/ফারজানা