গোপন ভোট নিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের দল বিজেপি এবং পরিবারের সমর্থনও পাবেন না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বৃহস্পতিবার দিল্লিতে আম আদমি পার্টি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তৃতাকালে তিনি এ দাবি করেন। এসময় তার সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। খবর এবেলার।
নোট বাতিলের পরে সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে প্রথম থেকেই সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিন মানুষের দুর্ভোগের যুক্তি দিয়েই প্রধানমন্ত্রীর সততা নিয়েই পরোক্ষে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী। তাও আবার রাজধানীর বুকে দাঁড়িয়ে। মোদির উদ্দেশে মমতার কটাক্ষ, ‘দেশের সাধারণ মানুষ সবাই চোর। আর আপনি সাধু?’
নোট বাতিলের মতো সিদ্ধান্ত যারা নিয়েছে, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। শুধু তাই নয়, মমতার দাবি, পঞ্জাব, উত্তরপ্রদেশসহ যে রাজ্যগুলোতে নির্বাচন রয়েছে সেখানেই এই জনবিরোধী সিদ্ধান্তের ফল ভুগবে বিজেপি। তাঁর দাবি, নরেন্দ্র মোদির নিজের দল বিজেপিতেই অধিকাংশ নেতা তার বিপক্ষে। গোপনে ভোট নেওয়া হলে বিজেপি নেতাদেরই ভোট পাবেন না প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, খোদ প্রধানমন্ত্রীর পরিবারের কেউ তাকে ভোট দেবেন না বলেও কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জি।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/মাহবুব