আফ্রিকার দেশ ক্যামেরুনের পূর্বাঞ্চলীয় এলাকায় বিষাক্ত মদ্যপানে ২১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ছয়জন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রবিবার (১৩ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর মিনদৌরৌয়ে একটি পার্টি চলাকালে স্থানীয়ভাবে তৈরি বিষাক্ত মদ পান করে ওই ২১ জন মারা যান।
রবার্ট ম্যাথিউরিন বিদজাং নামে এক আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা জানান, এ ঘটনায় ঘটনাস্থলে মারা যান ১৪ জন। এছাড়া বাকি সাতজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ছয়জন এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ