গত সপ্তাহে ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করা হয়। কালো রুপির হদিশ পেতে ও জাল নোটের কারবার বন্ধের উদ্দেশ্যেই এই কড়া পদক্ষেপ গ্রহণ করে দেশটির সরকার। এরপরই জনজীবনে নেমে আসে দুর্ভোগ। অবশ্য শিগগিরই এই সমস্যা দূর হবে বলে আশ্বাস দিয়েছেন সরকার। তারপরও পক্ষে বিপক্ষে মেতে উঠেছেন ভারতের সরকার ও বিরোধী দলের নেতাকর্মীরা। তবে নোট বাতিলের এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারত কিন্তু প্রথম নন। ভারতের জি নিউজ বলছে, এর আগেও বিভিন্ন সময় এমন সিদ্ধান্ত নিয়েছেন অনেক দেশ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেসব তথ্য।
ঘানা : ১৯৮২ সালে ঘানা সরকার দেশে অর্থের বেআইনি কারবার রুখতে বাতিল করে দেয় ৫০ চেদি কারেন্সি।
নাইজেরিয়া : দেশে দুর্নীতি দূর করতে ১৯৮৪ সালে পুরাতন নোট বাতিল করে নাইজেরিয়া সরকার নিয়ে আসে নতুন নোট।
মিয়ানমার : ১৯৮৭ সালে মায়ানমারে দেশের ৮০ শতাংশ নোটই বাতিল করে দেওয়া হয়। কালো টাকার উপর আঘাত হানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সোভিয়েত ইউনিয়ন : বাজারে নোটের দাম বাড়াতে ১৯৯১ সালে সোভিয়েত বাজার থেকে একটা বড় পরিমাণ নোট বাতিল করে দেওয়া হয়।
অস্ট্রেলিয়া : জাল নোটের কারবার এড়াতে অস্ট্রেলিয়া সরকারও একবার পুরনো নোট বাতিল করে প্লাস্টিকের নোট নিয়ে আসে।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৬/মাহবুব