সম্প্রতি বৃটিশ লেবার পার্টির এমপি জো কক্সকে তার সংসদীয় কার্যালয়ের সামনে কুপিয়ে হত্যা করেছিল থমাস মায়ের নামে এক উগ্র-ডানপন্থী শেতাঙ্গ। এই হত্যাকাণ্ডের অপরাধে দেশটির আদালত ওই শেতাঙ্গকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে। বুধবার লন্ডনের ওল্ড বেইলির একটি আদালত এমপি জো কক্সকে হত্যার দায়ে আসামিকে এই সাজা প্রদান করে।
জানা যায়, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের সদস্যপদ নিয়ে (ব্রেক্সিট) গণভোটের এক সপ্তাহ আগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। এই হামলা সন্ত্রাসবাদের সংজ্ঞায় পড়ে এবং সহিংস শেতাঙ্গ বর্ণবাদকে রাজনীতিতে ঠেলে দিতে এটা করা হয়েছিল বলে জানান মামলার বিচারক প্যানেলের সভাপতি।
বিডি প্রতিদিন/এ মজুমদার