দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় এক রাজনীতিক দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন হের কার্যালয়ে প্রচুর ভায়াগ্রা রয়েছে দাবি করে জানিয়েছেন, প্রেসিডেন্টের কার্যালয়ে থেকেই তিনি ভায়াগ্রা কিনেছেন।
সাধারণত যৌনাঙ্গের অক্ষমতা চিকিৎসার জন্য যে ভায়াগ্রা বা ট্যাবলেটগুলো ব্যবহার করা হয়, তা প্রেসিডেন্টের কার্যালয় কেন কিনেছিল? জনসম্মুখে ওই রাজনীতিক এমন প্রশ্ন রেখেছেন।
জানা যায়, চিকিৎসা বিজ্ঞানীরা ভায়াগ্রা আবিষ্কার করেছিলেন হৃদযন্ত্রের একটি অসুখ অ্যানজাইনার নতুন চিকিৎসা আবিষ্কার করার তাগিদে। হৃদপিণ্ডে যে ধমনী দিয়ে রক্ত সঞ্চালিত হয়ে, সেসব ধমনী সরু হয়ে গেলে অ্যানজাইনা হয়ে থাকে। এই রোগটির চিকিৎসা নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা জানতে পারল, তাদের আবিষ্কৃত ভায়াগ্রা রোগীর অ্যানজাইনা সারাতে ব্যর্থ হলেও এই ড্রাগ যৌন অক্ষমতা সারাতে বেশ কার্যকর। সে থেকেই যৌনাঙ্গের অক্ষমতার জন্য এই ট্যাবলেটগুলো ব্যবহার করা হয়ে থাকে।
তবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে এমন ভায়াগ্রা উদ্ধার হওয়ার পর সরকারের এক মুখপাত্র জানিয়েছে, অলটিচিউড সিকনেস অর্থাৎ উচ্চতায় যারা অসুস্থ বোধ করেন, তার প্রতিষোধক হিসেবে সরকার এই ভায়াগ্রা কিনেছিল। পরে সেগুলো আর ব্যবহার করা হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার