জাপানের ফুকুশিমায় আজ ভোর রাতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত মঙ্গলবার ভোরে একই এলাকায়া ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।
জানা যায়, দেশটির রাজধানী টোকিওর ২২৫ কিলোমিটার দূরে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের ফলে সমুদ্রস্তরের পরিবর্তন বা উপকূলে পানি বেড়ে যেতে পারে বলে জাপানের সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার