চীনে একটি বিদ্যুৎকেন্দ্রের প্ল্যাটফর্ম ধসে ৪০ জনের প্রাণহানি হয়েছে। ওই প্ল্যাটফর্মটি ছিল একটি টাওয়ারের ওপর যেটির নির্মাণ কাজ চলছিল। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে সিএনএন এ খবর প্রকাশ করেছে।
বুধবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় জিয়ানঝি প্রদেশের ফেংচেং শহরে এ দুর্ঘটনা ঘটেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখন বহু সংখ্যক মানুষকে উদ্ধার করা যায়নি। উদ্ধার ও দমকল কর্মীরা আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/ ২৪ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২