বিতর্কিত ইসলামি চিন্তাবিদ জাকির নায়েকের সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। দেশের তিনটি ব্যাংকে জাকির নায়েক, তার পরিবার এবং ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মোট ২৫টি অ্যাকাউন্ট রয়েছে।
জাকিরের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে গত তিন দিন ধরে জাকিরের সংস্থা, দফতরসহ মোট ২০টি জায়গায় তল্লাশি চালানো হয়। তিন দিন ধরে তল্লাশি চলাকালেও এসব অ্যাকাউন্টে লেনদেনও হয়। বিষয়টি নজরে আসতেই ব্যাঙ্কগুলিকে নোটিস ধরিয়েছে এনআইএ। বেআইনি কাজকর্ম প্রতিরোধ আইনের ৪৩ নং ধারায় অভিযোগ এনে সব অ্যাকাউন্ট অবিলম্বে বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে।
জাকির নায়েক ছাড়াও তার পরিবার, আত্মীয়স্বজন এবং সংস্থার কর্মী মিলিয়ে ১২ জন গোয়েন্দাদের সন্দেহ তালিকায় আছেন। নজর এড়িয়ে তারা অন্য কোনও ব্যাঙ্ক মারফত আর্থিক লেনদেন করেছেন কি না, তা জানতে চেয়ে আরও ৭২টি ব্যাঙ্ককে নোটিস পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৬/ফারজানা