ভারত-পাকিস্তান সীমান্তে ১০ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে সাত সেনা সদস্য ভারতের বাকি তিন জন পাকিস্তানের। এসময় ভারতীয় বাহিনীর গোলাবর্ষণে পাকিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ১০ বেসামরিক নাগরিক নিহত হন। বাসে বোমা ফেললে এ ঘটনা ঘটে। এতে আরও ২১ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ খবরের সত্যতা শিকার করেছে।
ভারতীয় এক সেনার শিরশ্ছেদের প্রতিশোধ নিতে বুধবার জম্মু ও কাশ্মীর সীমান্তে ব্যাপক হামলা চালিয় ভারতীয় সেনাবাহিনী। এসময় দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
২০০৩ সালের নভেম্বরে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ১৩ বছরের মধ্যে এক দিনে এত বেশি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৬/ফারজানা