অবশেষে ট্রাম্প প্রশাসনে যুক্ত হল দুই নারীর নাম। কেবিনেট কার্যক্রম পরিচালনার জন্য দক্ষিণ ক্যারোলিনার গভর্নর নিকি হ্যালেকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসাবে নিয়োগ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। অন্যদিকে বেতসে ডেভোসকে শিক্ষা সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) দু’জনের নিয়োগের বিষয়টি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশ পায়। নারী বিদ্বেষী বলে সমালোচিত ট্রাম্পের এই নিয়োগে স্বভাবতই আলোচনা চলছে সংবাদমাধ্যমে।
রিপাবলিকান রাজনীতিক হলেও হ্যালে এবং ডেভস দু’জনেই ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। প্রাইমারি জিতে ট্রাম্প রিপাবলিকান প্রার্থী হওয়ায় হ্যালে বলেছিলেন, 'আমি তার প্রতি অনুরক্ত নই।'
আর ডেভস সরাসরি খোঁচা দিয়েই বলেছিলেন, 'ট্রাম্প নাক গলানোর স্বভাবের মানুষ। তাকে দিয়ে রিপাবলিকান পার্টিকে বিবেচনা করা যায় না।'
বিডি প্রতিদিন/ ২৪ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৬