ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ সেমনানে যাত্রীবাহী দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। শুক্রবার (২৫ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সেমনানের হাফট খান স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এতে আহত বা নিহতের সংখ্যা জানা যায়নি।
দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ