ফ্রান্সের দক্ষিণাঞ্চলে এক অস্ত্রধারী বৃহস্পতিবার মিশনারিদের একটি বৃদ্ধাশ্রমে ঢুকে এক নারী কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। আজ শুক্রবার রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী এ কথা জানিয়েছেন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, মুখোশপরা এক লোক একটি কাটা শটগান ও একটি ছুরি নিয়ে মতঁপেলিয়ের কাছে মঁতফেরিয়ে-সুর-লে গ্রামের ওই বৃদ্ধাশ্রমে হামলা চালায়। পরে সে ওই নারীকে হাত-পা বেঁধে হত্যা করে।
আফ্রিকায় মিশনারী হিসেবে কাজ করেছিলেন এমন ৭০ জনের বেশি নারী-পুরুষ ওই আশ্রমে বাস করেন। সশস্ত্র পুলিশ সদস্যরা ভবনটিতে তল্লাশি চালায়। তবে ধারণা করা হচ্ছে যে হামলাকারী পালিয়ে গেছে।
এই মুহূর্তে এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততা থাকার মতো কোনো প্রমাণ পুলিশের কাছে নেই। ফ্রান্সে জিহাদি হামলার পর জরুরি অবস্থা চলছে। জুলাই মাসে জিহাদিরা একজন বৃদ্ধ ক্যাথলিক যাজককে হত্যাসহ বেশ কয়েকটি সহিংস হামলা চালানোর পর এ পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/ ২৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২২