চীনের দূর পশ্চিমাঞ্চল ঝিনজিয়াংয়ে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৫। তবে প্রাথমিকভাবে বলা হয়েছিল এর মাত্রা ৬ দশমিক ৮।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টা ২৪ মিনিটে ঝিনজিয়াংয়ের দক্ষিণাঞ্চলে তাজিকিস্তান সীমান্ত এলাকায় ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-২২