ইসরায়েলের সঙ্গে ১৪০ কোটি টাকার চুক্তি করেছে ভারত। চুক্তি অনুযায়ী, ১০টি হেরন ড্রোন ও দুটি Phalcon/IL-76 এয়ারবোন আর্লি ওয়ার্নিং সিস্টেম (AWACS) কিনছে ভারত।
সম্প্রতি ইসরায়েলের প্রেসিডেন্টের ভারত সফরের সময়েই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১৬ নভেম্বর দিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তরা। গত পাঁচ বছর ধরে AWACS কেনার বিষয়ে কথাবার্তা চলছিল দুই দেশের। আগামী দু’তিন বছরের মধ্যেই ভারতে আসছে এই সিস্টেমগুলি। পাশাপাশি হেরন ড্রোন কেনার চুক্তিও হয়েছে। আগামী তিন বছরের মধ্যেই এসব ড্রোন আসবে ভারতে।
এয়ারফোর্স সূত্রে জানা গেছে ভারতের এই হেরন টিপি-তে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা থাকবে। থাকবে ডিটেকশন ফাইন্ডার, সিগন্যাল প্যারামিটার, জিও-লোকেশন ক্যাপাবিলিটি ইত্যাদি। এছাড়া দীর্ঘ রেঞ্জে নজরদারির জন্যও থাকবে আধুনিক প্রযুক্তি। যাতে টার্গেট খুঁজে নিতে অসুবিধা না হয়। এই হেরন টিপি হাল্কা ওজনের মিসাইল ছুঁড়তে সক্ষম হবে।