ভারতের বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান টাটা স্টিলের চেয়ারম্যানের পদ থেকেও সরিয়ে দেয়া হল সাইরাস মিস্ত্রিকে। ও পি ভাট আপাতত চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন।
এছাড়াও অপর ডিরেক্টর নুসিল ওয়াদিয়াকেও সরিয়ে দেয়ার জন্য আগামী ২১ ডিসেম্বর বিশেষ এজিএম ডাকতে চলেছে সংস্থা।
গত মাসে হঠাৎই টাটা সন্সের প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হয় সাইরাস মিস্ত্রিকে। তার স্থানে ফিরে আসেন রতন টাটা। তারপর থেকেই চলছিল নানা ধরনের গোলমাল।
একদিকে সাইরাস মিস্ত্রি দোষ দিচ্ছিলেন টাটা গোষ্ঠীকে। অন্যদিকে টাটার অভিযোগ ছিল সংস্থাকে লাভের মুখ দেখাতে পারেনি সাইরাসের নেতৃত্ব। তাই বাধ্য হয়েই তাকে সরিয়ে দিতে হয়েছিল।