আপনি কী ল্যাম্বরজিনি, পরস্কি বা বিনিটলির মতো বিলাসবহুল গাড়ি কেনার কথা ভাবছেন? আপনার পছন্দের গাড়ির তালিকায় যদি এই তিনটি নামই থাকে তাহলে বুঝতে হবে পছন্দের তালিকাটা খুবই ছোট। কারণ এই তিনটি ব্র্যান্ডই একই কোম্পানির, ভক্সওয়াগেন। শুধু এ তিনটি ব্র্যান্ডই নয়, অডি, বুকাটি ও স্কোডা ব্র্যান্ডগুলিও জার্মানির মালিকানাধীন এ কোম্পানিটির।
বিশ্বের পুরো গোটা অটো ইন্ড্রাস্ট্রি নিয়ন্ত্রণ করছে মোট ১৪টি কোম্পানি। এগুলো হলো হোন্ডা (হোন্ডা, অ্যাকুয়া, নিশান- নিশান, দাতসান, ইনফিনিটি), এফসিএ (ফিয়াট, ক্রাইসলার)। ফিয়াটের অধীনে আছে ল্যান্সিয়া, মাসেরাতি,আলিলা রিমার। আর ক্রাইসলার নিয়ন্ত্রণ করে জিপ, ডজ, র্যামকে।
তালিকায় আছে জিএম (বুইক, বাওজান, বুলিং মোটরস, জিএমসি, ওপেল, ক্যাডিলাক, ভাউক্সাল, হোল্ডেন, শেভরলেট), রিনাল্ট (স্যামসাং, রিনাল্ড, ডাসিয়া)। টাটা (টাটা মটরস, ল্যান্ড রোভার, জাগুয়ার), টয়োটা (টয়োটা, লেক্সাস, দেইহাতসু), ফোর্ড (দ্য লিংকন মোটর কোম্পানি, ফোর্ড), দামলার (মার্সিডিজ বেঞ্জ, স্মার্ট), বিএম ডব্লিউ গ্রুপ (বিএডব্লিউ, রোলস রয়েস ও মিনি), হুন্দাই (কিয়া ও হুন্দাই), গিলি (ভলভো, গিলি ও দ্য লন্ডন ট্যাক্সি কোম্পানি), ভক্সওয়াগেন (অডি, সিয়াট, স্কোডা, বুগাটি, বিনিটলি, ভক্সওয়াগন, ল্যাম্বরজিনি, পোরস্কি)।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা