মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের জন্য জাহাজ ভর্তি ত্রাণ পাঠিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক। নাজিব রাজ্জাক শুক্রবার এক জাহাজে কয়েক টন খাদ্য পাঠান।
মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের উপর দমন-নিপীড়নে সবসময়ই সোচ্চার ছিলেন নাজিব। তিনি মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের উপর হামলা বন্ধের আহবানও জানান। তবে অং সান সু চির নেতৃত্বাধীন মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর দমনপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছে। রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংসতার বেশির ভাগ খবরই অতিরঞ্জিত বলে মন্তব্য করেছে সরকার। তা ছাড়া, রাখাইন রাজ্যে সংঘাতও ওই রাজ্যের অভ্যন্তরীণ বিষয় বলে সরকার অভিহিত করেছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কুয়ালালামপুরে এক বক্তৃতায় বলেন, ‘এটি একটা ঐতিহাসিক মুহূর্ত। মিয়ানমারের রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা যে উপেক্ষা করা যাবে না তার বৃহৎ প্রচেষ্টা এটি। মিয়ানমারে ধর্ষিত হওয়া বোন, হত্যার শিকার হওয়া ভাই কিংবা জীবন্ত পুড়ে যাওয়া ব্যক্তির ব্যথা শুনতে পাচ্ছি।’ রোহিঙ্গাদের দুর্দশাকে মালয়েশিয়া সরকার আমলে নেবে এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য কাজেরও ব্যবস্থা করবে বলে জানিয়েছেন তিনি।