অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি পরিত্যক্ত কারখানায় অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর কারখানার ভেতরে তারা তিনটি মৃতদেহ খুঁজে পায়।
আজ বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অগ্নিকাণ্ডে যে তিনজন মারা গেছে তাদের দুইজন পুরুষ ও একজন নারী বলে ধারণা করা হচ্ছে।
কারখানাটিকে প্রায়ই আশ্রয়হীন মানুষেরা আশ্রয় হিসেবে ব্যবহার করে।
অগ্নিকাণ্ড বিষয়ক বিশেষজ্ঞরা ঘটনাটির তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৭/এনায়েত করিম