মার্কিন কর্তৃপক্ষ বুধবার ইহুদি সম্প্রদায়ের লোকজনকে সহযোগিতা ও সমর্থনের প্রস্তাব দিয়েছে। গত নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তাদেরকে একের পর এক হুমকি দেয়া ও হামলার প্রেক্ষাপটে এমন প্রস্তাব দেয়া হয়েছে।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) সেক্রেটারি জন কেলি বুধবার রাতে এক বিবৃতিতে বলেন, ডিএইচএস ইহুদি সম্প্রদায়ের লোকজনকে পরামর্শ দিচ্ছে এবং তারা সুরক্ষা পদক্ষেপেরও প্রস্তাব দিয়েছে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের সবক’টিতেই ডিএইচএসের প্রটেকটিভ সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছে। তারা সরকার, শিল্প প্রতিষ্ঠান ও কমিউনিটি নেতাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে থাকে। এছাড়াও তারা সুরক্ষা ব্যবস্থা, হুমকি ও নিরাপত্তা সচেতনতা বিষয়ে বিশেষ পরামর্শ দেয়।’
ডিএইচএসের প্রটেকটিভ সিকিউরিটি অ্যাডভাইজাররা প্রশিক্ষণ, সুরক্ষা পদক্ষেপ ও তথ্য আদান প্রদানের মাধ্যমে সহযোহিতা দিয়ে থাকে।
কেলি আরও বলেন, সন্ত্রাসবাদ দমন বিশেষজ্ঞরা ফেডারেল সহযোগিতা পাওয়ার ব্যাপারে ইহুদি সম্প্রদায়ের তথ্যও সরবরাহ করে থাকে।
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ৩৩টি অঙ্গরাজ্যের অন্তত ১শটি ইহুদি কেন্দ্র ও স্কুলকে বোমা হামলাসহ নানা হুমকি দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৭/এনায়েত করিম