প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও।
বুধবার আয়োজিত ওই অধিবেশনে উপস্থিত অনেকের দৃষ্টি কাড়ে মেলানিয়ার পোশাক। বাংলাদেশি টাকায় বেল্ট দিয়ে পরা কালো রঙের ওই পোশাকটির মূল্য ছিল সাত লাখ ৬৫ হাজারেরও বেশি।
এর আগে ২০১৫ সালে ওবামার স্টেট অব ইউনিয়নে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ২৫০০ ডলারের স্যুট পরে এসেছিলেন। বাংলাদেশি টাকায় যার মূল্য দুই লাখ।
বিডি প্রতিদিন/২ মার্চ, ২০১৭/ফারজানা