আগামী ৩ বছরের জন্য দক্ষিণ এশিয়ার ৮ জাতির সংগঠন সার্কের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের কূটনীতিক আমজাদ হোসেন সিয়াল। বুধবার তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন বলে সার্ক সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর কাঠমুন্ডপোস্টের।
আমজাদ নেপালের অর্জন বাহাদুর থাপার স্থলাভিষিক্ত হলেন। পাকিস্তান থেকে দ্বিতীয় এবং সার্কের ১৩তম মহাসিচব পাকিস্তানের এই ঝানু কূটনীতিক। তিনি ৩৩ বছর ধরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করেছেন।
তিনি পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়, ইসলামাবাদ থেকে প্রতিরক্ষা ও কৌশল প্রণয়ন বিষয়ে ডিগ্রি নিয়েছেন। তিনি কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পাকিস্তানের পক্ষে পরিচালক হিসেবে (২০০৩-০৬) দায়িত্ব পালন করেছেন।
তাজাকিস্তানে পাকিস্তানের রাষ্টদূত হিসেবে দায়িত্ব পালন ছাড়াও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৭/মাহবুব