সৌদি আরবের বাদশাহ সাল বিন আবদুল আজিজ আল সৌদ মুসলিম দেশের বাদশাহ হওয়াতে অনেক কাজ থেকেই তাকে বিরত থাকতে হয়। তবে সম্প্রতি ইন্দোনেশিয়া সফরে বেরিয়েছেন বাদশাহ সালমান। সেখানে বেশ আনন্দমুখর দিনই কাটছে বাদশার। এর আগে মালয়েশিয়ায় সফর শেষ করেছেন তিনি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সাথে সৌদি বাদশাহ সালমানের একটি সেলফি সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই ছবিটি জনপ্রিয়তা পেয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাদের দু'জনের বিশেষ সেলফিটি টুইটারে প্রকাশ করেছিলেন। গত বুধবার মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছান বাদশাহ সালমান। এর আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বাদশাহ সালমানের সাথে কাটানো কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।
যদিও সামাজিক মাধ্যমে বাদশাহ সালমানের উপস্থিতি খুব একটা দেখা যায় না। ফেসবুক বা টুইটারে তার ছবি একেবারেই নেই বললেই চলে। জানা যায়, এবার বাদশাহ সালমান ইন্দোনেশিয়ার সফর শেষে ব্রুনাই, মালদ্বীপ, চীন, জাপান ও জর্ডানে সফর করবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার