লন্ডন হামলার আততায়ীর নাম জানতে পেরেছে পুলিশ।
স্কটল্যান্ড ইয়ার্ড জানাচ্ছে, আততায়ী ব্রিটেনেরই নাগরিক। তার নাম খালিদ মাসুদ। বয়স ৫২ বছর।
পুলিশের খাতায় বিভিন্ন ঘটনায় তার নাম রয়েছে। একাধিক বার সে জড়িয়েছে নানা রকমের অপরাধমূলক ঘটনায়।
প্রসঙ্গত, লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে এবং পার্লামেন্ট ভবনের বাইরে চালানো ওই হামলায় হামলাকারীসহ ৫ জন নিহত হয়। এতে আহত হয়েছেন ৪০ জনের মত।