সীমানা পেরিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যে অনেক দূর ছড়িয়েছে, সেটাই আরো একবার স্পষ্ট হল। বৃহস্পতিবার পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্ট (MQM)-এর প্রধান আলতাফ হুসেন নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানান, তিনি যেন ‘মুহাজির’ বা পাকিস্তানি রিফিউজিদের কথা বলেন।
জানা যায়, আলতাফ হুসেন পাকিস্তানের একজন নেতা। যিনি এখন লন্ডনে থাকেন। তিনি বলেন, বালোচিস্তানে পাকিস্তানি সেনার অত্যাচার নিয়ে যখন ভারত সরব, তখন কেন ‘মুহাজির’দের কথা বলা হচ্ছে না। ১৯৪৭ সালে দেশভাগের পর যেসব মুসলিম ভারত থেকে পাকিস্তানে গিয়েছিলেন তাদেরকে সেদেশে ‘মুহাজির’ বলা হয়।
আলতাফ হুসেন আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমি অভিযোগ জানাতে চাই যে, মোদী কখনও তাদের কথা বলেন না যারা কয়েক’শ বছর ধরে ভারতে থেকেছিলেন। আমাদের পূর্বপুরুষ ভারত পাকিস্তানে গিয়ে ভুল করেছিলেন। আমাদের কোনোদিনই পাকিস্তানি নাগরিকের সম্মান দেওয়া হয়নি। তাই পাকিস্তানের আর্মি, প্যারামিলিটারির বিরুদ্ধে সরব হওয়ার দাবি জানিয়েছেন তিনি। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার