এবার উড়ন্ত বিমানে হঠাৎ বের হল একটি জলজ্যান্ত সাপ! আমেরিকা থেকে আলাস্কাগামী বিমানের মাঝপথে এমন ঘটনা ঘটে। জানা যায়, আগের এক যাত্রী তাঁর পোষ্য ওই সাপটি যাত্রীবাহী বিমানটিতে ফেলে রেখে গিয়েছিলেন। বিমান থেকে নামার পরে সাপের মালিক খেয়াল করেন যে পোষা সাপটিকে তিনি বিমানেই ফেলে এসেছেন।
সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। কিন্তু ততক্ষণে বিমানটি যাত্রী নিয়ে আমেরিকা থেকে আলাস্কার উদ্দেশ্যে আবার উড়াল দিয়েছে। এর মধ্যে খবর দেওয়া হয় পাইলটকে। সাপের কথা জানতে পেরে পাইলট ঘোষণা করেন, বিমানের ভেতর একটি সাপ রয়েছে, কিন্তু আমরা জানি না সাপটা এখন ঠিক কোথায় আছে। আর এই খবর পাওয়ার সাথে সাথে বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিমানেরই এক কর্মী সাপটিকে ধরে সেটাকে একটি প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলেন। দেখা যায় সেটি বিষাক্ত নয়। বাকি বাকী সময় সাপটিকে ব্যাগেই রাখা হয়েছিল। সূত্র: ইন্টারনেট।
বিডি প্রতিদিন/এ মজুমদার