বিমানে সিট পাল্টে দেয়ায় ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে জুতা দিয়ে পিটিয়েছেন ওই দেশেরই এক রাজনীতিবিদ। শিবসেনা দলের ৫৬ বছর বয়সী ওই সাংসদের নাম রবীন্দ্র গায়কোয়াড়। মোট ২৫ বার নিজের পায়ের জুতা দিয়ে মেরেছেন ওই কর্মীকে।
কিন্তু এ ঘটনায় মোটেও অনুতপ্ত নন রবীন্দ্র গায়কোয়াড়। তার ভাষ্য, 'তিনি তো আর হাত দিয়ে মারেননি। মেরেছেন জুতা দিয়ে!'
প্রভাবশালী এ রাজনীতিবিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে একটুও কালক্ষেপণ করেনি এয়ার ইন্ডিয়া। তারা রবীন্দ্র গায়কোয়াড়কে তাদের বিমানে ততক্ষণাৎ নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে আর চড়তে পারবেন না তিনি।
শুধু এয়ার ইন্ডিয়াই নয়, ফেডারেশন অব ইন্ডিয়া এয়ারলাইন্সও (এফআইএ) রবীন্দ্র গায়কোয়াড়কে নিষিদ্ধ করেছে । ফলে সংস্থাটির আওতায় থাকা থাকা 'ইন্ডিগো', 'স্পাইসজেট', 'জেট এয়ারওয়েজ' এবং 'গো এয়ার' এর বিমানে আর চড়তে পারবেন না তিনি। রবীন্দ্র গায়কোয়াড়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের বিমানমন্ত্রী অশোক গজপতি রাজুও।
গত শুক্রবার পুনে থেকে দিল্লি যাওয়ার পথে এমন ঘটনা ঘটেছে। বিমানে নিষিদ্ধ হওয়ায় দিল্লি থেকে পুনে ফিরতে রবীন্দ্র গায়কোয়াড় আর বিমানে উঠতে পারেননি। বাধ্য হয়ে ট্রেনে করে পুনে ফিরতে হয়েছে তাকে।
বিডি প্রতিদিন/২৫ মার্চ, ২০১৭/ফারজানা