ভারতের উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এবার দেশের প্রধানমন্ত্রী করার দাবি তুললেন তার সমর্থকরা। মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণের পর আজ দু’দিনের গোরখপুর সফরে যাচ্ছেন যোগী আদিত্যনাথ। এদিন সেখানেই তার সমর্থকরা ২০২৪-এ তাকে প্রধানমন্ত্রী করার দাবি তুললেন। এই গোরখপুর থেকেই পাঁচবার সাংসদ নির্বাচিত হয়েছেন যোগী আদিত্যনাথ।
এদিন সকাল থেকেই ভারতের গোরখপুরে সাজসাজ রব। ভোর থেকেই আদিত্যনাথের হাজার হাজার সমর্থক তার বাসভবনে ভিড় জমিয়েছেন। গোরখপুর মন্দিরের সামনে জমায়েত থেকে দাবি উঠেছে, ২০২৪-এ যোগী আদিত্যনাথকেই দেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রার্থী করুক বিজেপি। রাজ্যের প্রধান প্রশাসনিক পদে বসেই যেভাবে একের পর এক কড়া ও উন্নয়নমূলক পদক্ষেপ করেছেন যোগী, তাতে খুশি রাজ্যের আমজনতা। নরেন্দ্র মোদির পর তিনিই দেশের হাল ধরতে পারবেন বলে মনে করছেন উত্তরপ্রদেশের বাসিন্দারা। সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার