গাজা- ইসরায়েল সীমান্ত বন্ধ ঘোষণা করেছে হামাস কর্তৃপক্ষ। হামাসের সিনিয়র কমান্ডার মাজেন ফাকহা নিহতের ঘটনার জেরে এ ঘোষণা দিল হামাস।তারা এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল ও দেশটির মিত্রদের দায়ী করেছে।
গত শুক্রবার রাতে গাজায় নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হন মাজেন। মাথায় গুলি লেগে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা জড়িত তা নিশ্চিত নয়। তবে হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে দায়ী করা হয়েছে। নিহত মাজেনের মরদেহ নিয়ে মিছিল করেছেন হাজারো গাজাবাসী। এর পরপরই বন্ধ করে দেয়া হয় সীমান্তের চেকপয়েন্ট।
হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল-বোজাম বলেন, ‘ইসরায়েলের সঙ্গে গাজার উত্তরের হানোউন চেকপয়েন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ চেকপয়েন্ট বন্ধ থাকবে।’ তবে শুধুমাত্র মানবিক কারণে বিশেষ বিবেচনায় যে কোনো গাজাবাসী এ পথে ফিরতে পারবেন বলে তিনি নিশ্চিত করেন।
এছাড়া মাজেন হত্যাকাণ্ডের বিষয়ে হামাসের নিজস্ব গোয়েন্দারা তদন্ত করছেন বলে জানিয়েছেন বোজাম। অন্যদিকে হামাসের এ অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।
প্রসঙ্গত, ৩৮ বছর বয়সী মাজেন গাজায় ক্ষমতাসীন দল হামাসের জ্যেষ্ঠ নেতা ছিলেন। তিনি ইসরায়েল নিয়ন্ত্রিত পশ্চিম তীরে হামলা পরিকল্পনার দায়ে ২০০৩ সালে অভিযুক্ত হন। জেলে যেতে হয় তাকে।পরে ফিলিস্তিনে আটক ইসরায়েলি সৈন্য গিলাদ সালিতের মুক্তির বিনিময়ে দেশটি ১ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। সেসময় মাজেনও মুক্তি পান। এরপর তিনি ফের হামাসের রাজনীতিতে সক্রিয় হন।
সূত্র: আল জাজিরা