যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোর একটি ব্যস্ত স্থানে গুলিতে ৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার সকালে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অরেঞ্জ কাউন্টি শেরিফের এক কর্মকর্তা।
জানা যায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অরল্যান্ডোর ফোরসিদ রোডে বাণিজ্যিক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
গত বছরের জুনে অরল্যান্ডোর সমকামীদের পালস নাইটক্লাবে গোলাগুলির ঘটনার বর্ষপূর্তির মাত্র এক সপ্তাহ আগে শহরটিতে ফের গুলির ঘটনা ঘটলো।
বিডি প্রতিদিন/এ মজুমদার