লন্ডন ব্রিজ হামলার নিন্দা জানিয়েছে ইস্ট লন্ডন মসজিদ। সোমবার ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারে 'ওয়ান লন্ডন, ওয়ান কমিউনিটি' শিরোনামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামের নামে লন্ডন ব্রিজে হামলার তীব্র নিন্দা জানানো হয়। সমবেদনা জানানো হয় হামলায় হতাহতদের প্রতি।
ইসলাম ধর্মের নামে ঘৃণা ছড়ানো ব্যক্তি ও প্রতিষ্ঠান মুসলিম কমিউনিটির অংশ নয় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্টের মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ শাফিউর রহমান।
এতে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, সিটিজেন ইউকের এক্সিকিউটিভ ডাইরেক্টর নেইল জনসন, জোসেফ ইন্টারফেইথ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর মিহরি নিকন্যাম, মুসলিম এসোসিয়েশন অব বৃটেনের ডেপুটি প্রেসিডেন্ট মোহাম্মদ কজবার, বিশপ অব স্টেপনী এড্রিয়ান নিউম্যান, মুসলিম কাউন্সিল অব বৃটেনের সেক্রেটারী হারুন রশীদ খান, টাওয়ার হ্যামলেটস বারা কমান্ডার স্যু উইলিয়ামস, স্ট্যান্ডআপ টু রেসিজমের কো-কনভেনার সাবি দেউলা ও টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম।
বিডি প্রতিদিন/৬ জুন, ২০১৭/হিমেল