সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন জোটের সহযোগিতায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে ইরাকের মসুল শহরকে মুক্ত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তবে অভিযান শেষ হয়নি এখনো। আর তারই জের ধরে আইএসে যোগ দেয়া ১৬ নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জানা গেছে, এদের মধ্যে ১৬ বছর বয়সী এক জার্মান কিশোরীও রয়েছে। আইএসে যোগ দেয়ার জন্য কিছুদিন আগে সে বাড়ি থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে ইরাকের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, শনিবার বিদেশি নাগরিকসহ মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে দুই শিশু ও আট পুরুষও রয়েছে। এদের সবাইকে জেলহাজতে নেয়া হয়েছে। এসময় তিনি আরো জানান, আটককৃতরা বিভিন্ন দেশ থেকে এসে জঙ্গি সংগঠনটিতে যোগ দেয়। এদের মধ্যে বেশ কয়েকজন চেচনিয়ার নাগরিক রয়েছে। এছাড়া আটককৃত নারীদের মধ্যে রাশিয়া, ইরান, সিরিয়া, ফ্রান্স, বেলজিয়াম এবং জার্মানির নাগরিকও আছে।
এছাড়া ইরাকের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আটক নারীরা আইএসের পুলিশ বিভাগে কাজ করত। তাদের স্বামীরাও আইএসের যোদ্ধা হিসেবে কর্মরত জানালেও নিরাপত্তা বাহিনী সেই তথ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।
এদিকে এ প্রসঙ্গে কর্তৃপক্ষের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। ইরাকের কাউন্টার টেররিজম আইনে দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদণ্ড হতে পারে।
বিডি-প্রতিদিন/২৩ জুলাই, ২০১৭/ওয়াসিফ