কাতারকে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো একঘরে করায় উপসাগরীয় অঞ্চলে যে সংকট সৃষ্টি হয়েছে তা জিইয়ে রেখে কারো স্বার্থই রক্ষা হবে না বলে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান।
রবিবার সৌদি আরব, কুয়েত ও কাতার সফরের জন্য তিনি তুরস্ক ত্যাগ করেন। দুই দিনের এই সফরের প্রাক্কালে ইস্তাম্বুল বিমানবন্দরে তিনি বলেন, ‘এই সংকট দীর্ঘায়িত করে কারো স্বার্থই রক্ষিত হবে না।’ ভাইয়ে ভাইয়ে আগুন ছড়িয়ে দেয়ার জন্য তিনি ‘শত্রুদের’ অভিযুক্ত করেন।
প্রসঙ্গত, কাতারের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদের মদদদাতা’ অভিযোগ তুলে গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন ও মিশর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। যদিও কাতার এই অভিযোগ অস্বীকার করেছে। এর পর থেকেই কাতারে অচলাবস্থার সৃষ্টি হয় যা এখনো বিদ্যমান।
বিডি প্রতিদিন/ ২৩ জুলাই, ২০১৭/ ই জাহান