মাদকের বিরুদ্ধে লড়াই চলবেই। কোন সমালোচনাই তাকে এ পথ থেকে সরাতে পারবে না বলে ফের ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।
সোমবার জাতির উদ্দেশে দেওয়া বার্ষিক ভাষণে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে বহির্বিশ্ব তার যত সমালোচনাই করুক না কেন, কোন প্রতিবন্ধকতাই তাকে এ পথ থেকে সরাতে পারবে না। রদ্রিগো তার অবস্থানে অনড় এবং অটল।
তার সমালোচনা প্রসঙ্গে দুতের্তে বলেন, ঘরে-বাইরে যারা তার সমালোচনা করছেন,তাদের উচিত ফিলিপাইনের নাগরিকদের সেই শিক্ষা দেওয়া যাতে তারা এর মারাত্মক ছোবল থেকে বের হয়ে আসতে পারে। তাদেরকে বুঝাতে হবে এর ফলে দেশের মানুষের আপাতদৃষ্টিতে কত ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, কোন শক্তির কাছে তিনি মাথা নত করবেন না। তার এই লড়াই অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ ২৫ জুলাই, ২০১৭/ ই জাহান